ইংলিশ ফুটবল
প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে দলের বাজে পারফরম্যান্সে ভীষণ হতাশ এন্টসো মারেস্কা।
Published : 15 Feb 2025, 05:14 PM
শক্তি-সামর্থ্য কিংবা নামের ভারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের চেয়ে অনেক এগিয়ে চেলসি। কিন্তু এই দলটির বিপক্ষেই টানা দুই ম্যাচে হেরে গেছে তারা। সবশেষটিতে তো পাত্তাই পায়নি স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ চেলসি কোচ এন্টসো মারেস্কা।
প্রিমিয়ার লিগে শুক্রবার ব্রাইটনের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয় চেলসি। এমন হারের পর মারেস্কার মনে হচ্ছে, গত জুনে তিনি দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বাজে পারফরম্যান্স ইংলিশ ক্লাবটির।
ম্যাচটিতে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই সদস্য নিকোলাস জ্যাকসন ও মার্ক গিইউকে পায়নি চেলসি। তাদের অনুপস্থিতি প্রবলভাবে উপলব্ধি হয়েছে দলটির পারফরম্যান্সে। গোলের জন্য নেওয়া ৮টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি চেলসি।
আর ব্রাইটনের ১৩ শটের ৫টি ছিল লক্ষ্যে। যার মধ্যে তিনটিতে জালের দেখা পেয়েছে তারা।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে মারেস্কা বলেন, এদিন সবকিছুই ভুল করেছেন তারা। দলে উন্নতির অনেক জায়গা দেখছেন তিনি।
“সবকিছু নিয়ে আমি হতাশ। যে সমর্থকরা ম্যাচটি দেখতে এসেছেন, তাদের জন্য আমরা দুঃখিত। যে অবস্থায় আছি, ১৪ ম্যাচ (আসলে ১৩) বাকি আছে, আমাদের আরও ভালো করতে হবে।”
“আমরা এমন একটা মুহূর্তে আছি, মনে হচ্ছে সহজেই গোল হজম করছি এবং গোল করতে ভুগছি। আমার মনে হয়, প্রথম গোলের আগে ওরা খুব একটা সুযোগ পায়নি। অনেক কিছুই আছে যা আমরা আরও ভালো করতে পারি।”
গত সপ্তাহে ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেছে চেলসি। এবার লিগেও একই দলের বিপক্ষে তারা পেয়েছে বাজে হারের তেতো স্বাদ। তবে সবশেষ ম্যাচটি নিয়ে বেশি হতাশা কাজ করছে মারেস্কার।
“আমাদের ঐক্যবদ্ধ থাকার এখনই সময়। আমি সবসময় চাপ অনুভব করি, তবে এখানে আসার পর এটা সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল। আমরা এখনও চতুর্থ এবং এখনও ইউরোপ সেরার মঞ্চে খেলার টিকেট পাওয়ার দৌড়ে আছি।”
ম্যাচটি হারলেও লিগ টেবিলে এখনও চতুর্থ স্থানে আছে চেলসি। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। তবে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের কেউ শনিবার টপকে যেতে পারে তাদের।