উয়েফা নেশন্স লিগ
চোটে ছিটকে যাওয়া চার ফুটবলারের বদলিও দলে নিয়েছে বেলজিয়াম।
Published : 12 Nov 2024, 06:15 PM
উয়েফা নেশন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে বেলজিয়াম দলে চোটের থাবা। ছিটকে গেলেন চার ফুটবলার। ইতালি ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে না।
আগে ঘোষিত ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আতালান্তার ফরোয়ার্ড চার্লস ডে কেটেলারে, ম্যানচেস্টার সিটির উইঙ্গার জেরেমি ডোকু, লিওঁর উইঙ্গার মালিক ফোফানা ও ক্লাব ব্রুজের ডিফেন্ডার ইওয়াকিন সেইস।
তাদের জায়গায় দলে এসেছেন ইউভেন্তুসের উইঙ্গার সামুয়েল বানগুলা, লাইপজিগের মিডফিল্ডার আর্থুর ভেহমিরে, সেভিয়ার মিডফিল্ডার আলবের্ত সাম্বি ও আন্ডারলেখটের ডিফেন্ডার কিলিয়ান সারদেল্লা।
২০ বছর বয়সী বানগুলা ও ২২ বছর বয়সী সারদেল্লার এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি।
আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইতালি আর রোববার বুদাপেস্টে ইসরায়েলের মুখোমুখি হবে বেলজিয়াম।
নেশন্স লিগে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেলজিয়াম আছে তিনে। শীর্ষে থাকা ইতালির চেয়ে ৬ ও দুই নম্বরে ফ্রান্সের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
কোয়ার্টার-ফাইনালে যেতে হলে নিজেদের বাকি দুই ম্যাচ যেমন জিততেই হবে বেলজিয়ামকে, তেমনি অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে।
গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে শেষ আটে।