ইংলিশ ফুটবল
এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, বলছেন লিভারপুল কোচ আর্না স্লট।
Published : 04 Oct 2024, 08:11 PM
নতুন কোচ আর্না স্লটের হাত ধরে চলতি মৌসুমে শুরুটা দারুণ হয়েছে লিভারপুলের। ছয় রাউন্ড শেষে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে আছে তারা। আসছে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাদের জয় চাপ সৃষ্টি করতে পারে শিরোপাপ্রত্যাশী অন্য দলগুলোর ওপর। তবে ডাচ কোচ স্লট বলছেন, মৌসুমের এই পর্যায়ে শীর্ষে থাকায় এখনই আনন্দে আত্মহারা নন তিনি ও তার খেলোয়াড়রা।
লিগে ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ১৫। ১৪ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
শনিবার দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। একই দিন রাত আটটায় সিটির ম্যাচ আছে ফুলহ্যামের বিপক্ষে, একই সময়ে সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে আর্সেনাল।
৪৬ বছর বয়সী স্লট শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন, টেবিলের শীর্ষে থাকায় আনন্দে বিভোর হওয়ার সময় এখনও আসেনি।
“আমরা লিভারপুল। তাই এখানকার খেলোয়াড়রা টেবিলের শীর্ষে থাকায় অভ্যস্ত। এই খেলোয়াড়রা ছয় ম্যাচের পর লিগ টেবিল বুঝতে পারার জন্য যথেষ্ট অভিজ্ঞ। আমরা অন্য কয়েকটি দলের সঙ্গে তুলনা করছি, (তাদের অনেকেই) এখানে লিগ জিতেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।"
লিভারপুলের দায়িত্বে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৯ ম্যাচের ৮টিতেই দলকে জয়ে এনে দিয়েছেন স্লট। দলটির ইতিহাসে আর কোনো কোচ এত ভালো শুরু করতে পারেননি।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বোলোনিয়াকে ২-০ গোলে হারানোর পর শনিবার স্থানীয় সময় দুপুরে প্যালেসের বিপক্ষে নামতে হচ্ছে লিভারপুলকে। এবার লড়াইটা কঠিন হবে বলেই মনে করেন স্লট।