ইংলিশ ফুটবল
আজ ও কাল অনুশীলনের পর নরওয়ের তারকার অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ম্যানচেস্টার সিটি কোচ।
Published : 21 Feb 2025, 09:40 PM
আর্লিং হলান্ডের চোটের বিষয়ে শুরুতে ‘গুরুতর কিছু নয়’ বলা হলেও, তার অনুপস্থিতির সময় হয়তো আরও বাড়ছে। লিভারপুলের বিপক্ষে আসছে ম্যাচেও নরওয়ের তারকার খেলার জোরাল সম্ভাবনা দেখাতে পারলেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গত শনিবার লিগ ম্যাচের শেষ দিকে হাঁটুতে চোট পান হলান্ড। ৪-০ গোলে জেতা ওই ম্যাচের ৮৮তম মিনিটে তিনি মাঠ ছাড়লেও তখন তার মুখে ছিল হাসি, এতে স্বস্তি পেয়েছিলেন কোচ।
তবে গত বুধবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারেননি হলান্ড। ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে চলা দলটি সেদিন ৩-১ গোলে ধরাশায়ী হয়ে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয়।
দুদিন বাদে আরেক গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামতে যাচ্ছে সিটি, এবার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে। লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা কার্যত অনেক আগেই শেষ হয়ে গেছে পেপ গুয়ার্দিওলার দলের। তবে, টেবিলের শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করতে ছন্দে ফেরা গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় দলের সেরা স্কোরারকে ফিরে পাওয়া খুব জরুরি।
কিন্তু শুক্রবারের সংবাদ সম্মেলনে এবারের লিগে ১৯ গোল করা হলান্ডকে নিয়ে তেমন সুখবর দিতে পারলেন না কোচ গুয়ার্দিওলা।
“(লিভারপুলের বিপক্ষে হলান্ড খেলবে কিনা) এখনও আমি জানি না। আগামীকাল জানতে পারব। হয়তো সে খেলবে, আমি আশাবাদী, কিন্তু আমি এখনও জানি না। আমরা আজ ও আগামীকাল অনুশীলন করব, এরপর তার অবস্থা মূল্যায়ন করা হবে।”
এদিন বরং আরেকটি দুঃসংবাদ পেয়েছে গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স।
প্রিমিয়ার লিগে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি, শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে।
আগামী রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সিটি ও লিভারপুল।