‘তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হয়, তিনি নানারকম পরামর্শ দেন’, রেয়াল মাদ্রিদে ক্রিস্তিয়ানো রোনালদোর কীর্তি স্পর্শ করার পর বললেন কিলিয়ান এমবাপে।
Published : 30 Mar 2025, 10:42 AM
ছোট্ট ছেলেটির ঘরের দেয়ালজুড়ে ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর পোস্টার। একদিন তার মতো হওয়ার স্বপ্ন দেখত সে। ক্রমে সেই স্বপ্নের স্বাক্ষী ও সঙ্গী হয়ে ওঠে গোটা ফুটবল বিশ্বই। রোনালদোর প্রতি অনুরাগের কথা যে ঢাকঢোল পিটিয়ে সবসময় বলে থাকেন কিলিয়ান এমবাপে! এবার নিজের নায়কের দারুণ এক কীর্তি স্পর্শ করলেন ফরাসি তারকা। তার কাছে যেটি স্পেশাল এক অর্জন। তবে ব্যক্তিগত প্রাপ্তিতে তিনি তুষ্ট নন, অপেক্ষায় আছেন দলীয় অর্জনের।
লা লিগায় শনিবার লেগানেসের বিপক্ষে রেয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপে। এই দুই গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হয়ে গেল ৩৩টি।
রেয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় ফরাসি তারকা স্পর্শ করলেন তার আদর্শ রোনালদোকে।
রেয়ালে শুরুর মৌসুমে ৩৩ গোল করেছিলেন রোনালদোও। পর্তুগিজ মহাতারকা অবশ্য ম্যাচ খেলেছিলেন ৩৫টি। এমবাপে তাকে ছুঁলেন ১০ ম্যাচ বেশি খেলে।
স্প্যানিশ ক্লাবটিতে প্রথম মৌসুমে ৩৩ গোল করেছিলেন রুড ফন নিস্টলরয়ও। সাবেক ডাচ তারকা খেলেছিলেন ৪৭ ম্যাচ। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ৩০ গোল করেছিলেন ৪৪ ম্যাচে।
এমবাপেদের ওপরে আছেন অবশ্য এখনও একজন। চিলির কিংবদন্তি ইবান সামোরানো রেয়ালের জার্সিতে শুরুর মৌসুমে ৩৭ গোল করেছিলেন ৪৫ ম্যাচে।
অতি হতাশাজনক কিছু না হলে সামোরানোকে পেছনে ফেলা এমবাপের জন্য স্রেফ সময়ের ব্যাপার। আপাতত রোনালদোকে স্পর্শ করতে পেরেই উচ্ছ্বসিত এমবাপে।
“এটা খুবই স্পেশাল। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হলো দলের জন্য করা কাজগুলি। তবে ক্রিস্তিয়ানোর সমান গোল করতে পারা সবসময়ই দারুণ। আমরা জানি, রেয়াল মাদ্রিদের জন্য ক্রিস্তিয়ানো কেমন… এবং আমার জন্যও…।”
পিএসজি থেকে রেয়ালে পাড়ি জমানোর পর শুরুর কয়েক মাসে মানিয়ে নিতে একটু ভুগছিলেন এমবাপে। তখন তাকে ‘ফ্লপ’ কিংবা ‘ব্যর্থ’ তকমা দিয়েছিলেন অনেকেই। সেই তিনিই এখন ছুটছেন অপ্রতিরোধ্য পথচলায়।
রোনালদোর পাশে নাম লেখানোর পর ২৬ বছর বয়সী তারকা জানালেন, প্রিয় নায়কের সঙ্গে তার কথা হয় নিয়মিতই। তবে ব্যক্তিগত এসব অর্জন ছাপিয়ে দলীয় প্রাপ্তির দিকে চোখ তার।
“আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, সবসময় কথা চলেই। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, এখানে ট্রফি জিততে হবে আমাদের।”
সেই সম্ভাবনা এখনও ভালোমতোই আছে রেয়াল মাদ্রিদের। লেগানেসের বিপক্ষে জিতে লা লিগায় তাদের পয়েন্ট এখন বার্সেলোনার সমান ৬৩। চিরপ্রতিদ্বন্দ্বিরা অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। এছাড়া কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়েও ভালোমতোই আছেন এমবাপেরা।
আন্তর্জাতিক বিরতির পর এই ম্যাচে রেয়ালের বেশ কঠিন পরীক্ষা নেয় লেগানেস। এমবাপের পেনাল্টি গোলে রেয়াল এগিয়ে যাওয়ার পর টানা দুটি গোলে এগিয়ে যায় সফরকারীরা। পরে ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় রেয়াল।
এমবাপে বললেন, বিরতির পর ছন্দ পেতে একটু সমস্যা অনেক সময় হয়েই থাকে। জয়ের পর এখান থেকেই তিনি ছুটতে চান জয়ের পথে।
“আন্তর্জাতিক বিরতির পর কাজটা খুবই কঠিন। ক্লাবের হয়ে ছন্দ একরকম থাকে, জাতীয় দলে যাওয়ার পর আরেক রকম হয়ে যায় এবং অন্যান্য কিছু থাকে। ফেরার পর তাই আবার মানিয়ে নিতে হয়। তবে একটা ব্যাপার আমরা জানি যে, সবসময় জিততেই হবে।”
“এই সময়টার জন্যই আমরা মৌসুমজুড়ে একসঙ্গে কাজ করে চলেছি। ম্যাচ জয়ের জন্য ও ট্রফিগুলো জিততে সবকিছু উজাড় করে দেব আমরা।”