ইউরোপিয়ান ক্লাব ফুটবল
আতলেতিকো মাদ্রিদ থেকে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
Published : 21 Aug 2024, 07:48 PM
আক্রমণভাগে আরেকজন খেলোয়াড় যোগ করেছে চেলসি। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি।
২৪ বছর বয়সী ফেলিক্সের সঙ্গে সাত বছরের চুক্তি করার কথা বুধবার বিবৃতিতে জানিয়েছে চেলসি। আগামী ২০৩১ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে থাকবেন এই ফুটবলার।
ফেলিক্সকে দলে টানার চুক্তির আর্থিক বিষয় খোলাসা করেনি চেলসি। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, এই খেলোয়াড়কে কিনতে চার কোটি ৬০ লাখ পাউন্ড খরচ হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটির।
২০২২-২৩ মৌসুমে ছয় মাসের জন্য চেলসিতে ধারে খেলেছিলেন ফেলিক্স। সেবার দলটির হয়ে ২০ ম্যাচে চারটি গোল করেন তিনি। এবার তাকে পাকাপাকিভাবে লম্বা সময়ের জন্য কিনে নিল চেলসি।
গত মৌসুমে লা লিগার দল বার্সেলোনায় ধারে খেলেন ফেলিক্স। কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১০ গোল করেন তিনি।
২০১৯ সালে বেনফিকা থেকে ফেলিক্সকে দলে টানে আতলেতিকো। ক্লাবটির ২০২১ সালে লা লিগা শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সব মিলিয়ে দলটির হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোল করেন এই ফুটবলার।
এবার প্রিমিয়ার লিগ মৌসুম হার দিয়ে শুরু করেছে চেলসি। মৌসুমের প্রথম ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হারে তারা। লিগে তাদের পরের ম্যাচ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে, আগামী রোববার। এর আগে বৃহস্পতিবার ইউরোপা কনফারেন্স লিগের প্লে-অফে সুইস ক্লাব সেরভেটের বিপক্ষে খেলবে তারা।