ইংলিশ ফুটবল
চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার।
Published : 28 Nov 2024, 05:16 PM
সংবাদমাধ্যমে খবর এসেছিল আগের দিনই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটির প্রধান কোচের দায়িত্ব নিয়ে দেড় বছর পর কোচিংয়ে ফিরলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
৪৬ বছর বয়সী ল্যাম্পার্ডকে আড়াই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবটি।
মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হলেন সাবেক এই ইংলিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচের সাতটিতে হারের পর এই মাসের শুরুতে বরখাস্ত করা হয় প্রায় আট বছর কভেন্ট্রির দায়িত্বে থাকা রবিনসকে।
বর্তমানে চ্যাম্পিয়নশিপের টেবিলে ১৭ নম্বরে আছে কভেন্ট্রি। অবনমন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে আছে তারা।
২০২৩ সালের মে মাসে চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব শেষের পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন ল্যাম্পার্ড। ক্লাবটির সাবেক এই ফুটবলার এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত পূর্ণ মেয়াদেও তাদের প্রধান কোচ ছিলেন।
কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি ২০১৮ সালে ডার্বি কাউন্টির হয়ে। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর ২০২২ থেকে এক বছর কোচিং করান প্রিমিয়ার লিগের আরেক দল এভারটনকে।