ইংলিশ ফুটবল
আর্সেনালের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা অনিশ্চিত।
Published : 19 Sep 2024, 12:39 PM
প্রায় পাঁচ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পয়েন্ট হারানোর হতাশা তো আছেই। পাশাপাশি সামনে তাকিয়ে একটি শঙ্কাও আছে ম্যানচেস্টার সিটির। আর্সেনালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেভিন ডে ব্রুইনেকে পাওয়া যাবে তো? অনিশ্চয়তা আছে যথেষ্টই।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইন্টার মিলানের সঙ্গে ম্যাচটিতে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের প্রথমার্ধে অনেকটাই নিষ্প্রভ ছিলেন কেভিন ডে ব্রুইনে। প্রথমার্ধের শেষ দিকে জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরার জন্য ছুটতে গিয়ে চোট পান তিনি। মাঝমাঠের এই ভরসাকে দ্বিতীয়ার্ধে আর নামাননি কোচ পেপ গুয়ার্দিওলা।
আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে সিটি। সময় তাই খুব বেশি নেই। গুয়ার্দিওলার দাবি, পারফরম্যান্সের কারণেই এ দিন ডে ব্রুইনেকে তুলে নেওয়ার কথা ভাবছিলেন তিনি। চোট নিয়ে অনিশ্চয়তার কথাও জানালেন কোচ।
“ম্যাচের পর চিকিৎসকদের সঙ্গে কথা হয়নি আমার। আজকে রাতে (বুধবার) আমরা তার অবস্থা পর্যালোচনা করব, আগামীকাল হয়তো আরও বেশি জানতে পারব। ম্যাচের মাঝবিরতিতে চিকিৎসকরা জানান যে, সে (ডে ব্রুইনে) খেলার মতো অবস্থায় নেই। আমি অবশ্য এমনিতেই প্রথমার্ধের পর তাকে বদলাতে চাইছিলাম।”
এই ম্যাচে পয়েন্ট হারালেও দলের পারফরম্যান্সে খুব অখুশি নন গুয়ার্দিওলা। সময়ের সঙ্গে দল আরও ভালো করবে বলেই বিশ্বাস সিটি কোচের।
“অবশ্যই জিততে পছন্দ করতাম। তবে ইন্টার কঠিন দল। আমার দল যেভাবে খেলেছে, এতে আমি সত্যি সত্যিই খুবই সন্তুষ্ট। ইন্টার রক্ষণভাগে খুবই ভালো, এখানে তারা ‘মাস্টার।’ তাদের বিপক্ষে খুব বেশি সুযোগ তৈরি করা কঠিন। আমার দলটা দারুণ, দলকে ভালোবাসি আমি। ওদের খেলায় আমি খুশি।”
“মৌসুমের মাত্র শুরু হলো। আরও সাতটি ম্যাচ বাকি আছে (প্রাথমিক পর্বে)। খেলা আরও ভালো হবে আমাদের, সময়ের সঙ্গে আরও উন্নতি হবে আমাদের।”