স্প্যানিশ ফুটবল
সাড়ে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে দলে টানছে স্প্যানিশ ক্লাবটি।
Published : 06 Aug 2024, 05:38 PM
ইংলিশ ফুটবল থেকে হুলিয়ান আলভারেসের আতলেতিকো মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার বিবিসির খবর, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে কিনতে তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লা লিগার দলটি।
ব্রিটিশ গণমাধ্যমটির মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে আতলেতিকোর খরচ হবে সাড়ে ৭ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে সাড়ে ৯ কোটি ইউরো।
কিছুদিন আগে আলভারেস বলেছিলেন, প্যারিস অলিম্পিকসের ফুটবলে আর্জেন্টিনার অভিযান শেষে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। গত শুক্রবার ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার-ফাইনালে থামে তাদের পথচলা।
২৪ বছর বয়সী এই ফুটবলারকে ধরে রাখতে চেয়েছিলেন সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তাকে বিবেচনায় রেখেই নতুন মৌসুম শুরুর কথা ভাবছেন বলে জানিয়েছিলেন কোচ।
স্বদেশের ক্লাব রিভার প্লেট থেকে ২০২২ সালে সিটিতে যোগ দেন আলভারেস। গুয়ার্দিওলার দলের হয়ে ১০৬ ম্যাচে তিনি গোল করেন ৩০টি। দলটিতে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান তিনি। ওই মৌসুমের মাঝে আর্জেন্টিনার হয়ে জেতেন কাতার বিশ্বকাপ।
সিটিতে আলভারেসের চুক্তির মেয়াদ বাকি এখনও চার বছর। গুয়ার্দিওলার দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। তবে তারকাসমৃদ্ধ দলটিতে বেশিরভাগ সময় শুরুর একাদশে জায়গা মেলে না তার। এ কারণেই মূলত দল ছাড়তে আগ্রহী তিনি।