বায়ার্নের বিপক্ষে মেসিকে নিয়েও শঙ্কায় পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে কিলিয়ান এমবাপেকেও পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2023, 09:11 AM
Updated : 10 Feb 2023, 09:11 AM

মাঠের পারফরম্যান্স, সাম্প্রতিক পথচলা কোনোকিছুই তেমন সুখকর নয় পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট নিয়েও বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে দলটি। কিলিয়ান এমবাপের পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে ফরাসি ক্লাবটি।

ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক লেকিপে শুক্রবার তাদের প্রতিবেদনে লিখেছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন মেসি। আগামী মঙ্গলবার ইউরোপ সেরার মঞ্চে তাই আর্জেন্টাইন মহাতারকার খেলার সম্ভাবনা ক্ষীণ।

বছরের শুরু থেকে লিগ ওয়ানে চার রাউন্ডের মধ্যে দুটিতে হেরে বসে পিএসজি, ড্র করে একটিতে। সেই ধাক্কা সামলে সবশেষ দুই রাউন্ডে জয় পেলেও গত বুধবার ফরাসি কাপের শেষ ষোলোয় মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় তারা। ওই ম্যাচের পুরো ৯০ মিনিট খেলেন মেসি। তবে এরপর হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করার কথা জানান তিনি।

শনিবার লিগ ওয়ানে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে ৩৫ বছর বয়সী তারকার খেলতে না পারা একরকম নিশ্চিতই। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৫ গোল করেছেন।

বাঁ ঊরুর চোটে আগে থেকেই ছিটকে গেছেন এমবাপে। তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো না হলেও, বায়ার্নের বিপক্ষে আসছে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই বলেই গণমাধ্যমের খবর।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। বায়ার্নের মাঠে দ্বিতীয় লেগ হবে আগামী ৮।