টেনিস: অস্ট্রেলিয়ান ওপেন
অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচ জিতে পাওয়া অর্থ পুরস্কার দান করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা।
Published : 16 Jan 2025, 06:14 PM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির টেনিস তারকা টেইলর ফ্রিটজ। তাদের সহায়তার জন্য চলতি অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম ম্যাচ জিতে পাওয়া অর্থ পুরস্কার দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে বৃহস্পতিবার চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৬-১, ৬-০ সেটে গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন ফ্রিটজ।
ম্যাচ শেষের পর প্রথম রাউন্ড থেকে প্রাপ্ত ৮২ হাজার মার্কিন ডলার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দান করার ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই তারকা।
“আমি শুধু চাই, সবাই যেন নিরাপদে থাকে। (লস অ্যাঞ্জেলেসে) যা ঘটেছে, তা একেবারেই অবিশ্বাস্য। আমার প্রথম রাউন্ডের অর্থ পুরস্কার আমি লস অ্যাঞ্জেলেসের ত্রাণ তহবিলে দান করব।”
“আমি সর্বনিম্ন এটাই করতে পারতাম। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আমার বাড়ি এবং লস অ্যাঞ্জেলেস অনেক দিন আমি ছিলাম। তাই সাহায্য করার জন্য যা করতে পারি, তাই আমি করছি।”
গত ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলস কাউন্টির আশপাশের এলাকাজুড়ে একযোগে ছয়টি দাবানল শুরু হয়ে ছড়িয়ে পড়া শুরু করে। এতে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ঘটনা হিসেবে দেখা হচ্ছে এটিকে।