চ্যাম্পিয়ন্স লিগ
আতালান্তার বিপক্ষেও ভয়চেক স্ট্যান্সনি গোলপোস্ট সামলাবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 28 Jan 2025, 08:41 PM
ভয়চেক স্ট্যান্সনির ওপর আস্থা রাখছেন হান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষেও পোলিশ গোলরক্ষক পোস্ট সামলাবেন বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ। জার্মান কোচের মতে, ইনাকি পেনিয়াকে রেখে স্ট্যান্সনিকে বেছে নেওয়াটা ছিল তার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।
বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন গত সেপ্টেম্বরে হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ার পর তড়িঘড়ি করে স্ট্যান্সনিকে দলে টানে বার্সেলোনা। অবসর ভেঙে ফেরা এই গোলরক্ষককে গত বছর খেলাননি ফ্লিক। তখন পেনিয়ার ওপর আস্থা রাখেন তিনি।
এই বছরে কোপা দে দেল রের ম্যাচ দিয়ে নতুন ঠিকানায় অভিষেক হয় স্ট্যান্সনির। পরে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনাল ও ফাইনালেও খেলেন তিনি। ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জয় করে বার্সেলোনা। শিরোপা লড়াইয়ের ম্যাচটিতে অবশ্য লাল কার্ড দেখেছিলেন তিনি।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে স্ট্যান্সনির ভুলে দুটি গোল হজম করে বার্সেলোনা। তাকে নিয়ে স্বাভাবিকভাবে উঠে যায় প্রশ্ন। তারপরও গত রোববার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে একাদশে জায়গা ধরে রাখেন ৩৪ বছর বয়সী স্ট্যান্সনি।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে বুধবার আতালান্তার মুখোমুখি হবে এরই মধ্যে সরাসরি শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, গোলকিপিং নিয়ে কোনো বিতর্ক চান না তিনি।
“আমি জানি কী ঘটছে। যখন আমি টেক (স্ট্যান্সনি) সম্পর্কে ভালো কিছু বলি, তখন মনে হতে পারে সেটা ইনাকির দুর্বলতা। আমি এটা পছন্দ করি না। আমার সিদ্ধান্ত হলো গোলরক্ষক বেছে নেওয়া। তারা দুজনই খুব ভালো গোলরক্ষক, গ্রেট গোলরক্ষক। আমরা আগামীকালের (বুধবার) জন্য টেককে বেছে নিয়েছি। আমি সবসময় দলের জন্য সেরাটা খুঁজি এবং এই সিদ্ধান্তকে সেভাবেই দেখি, অবশ্য ইনাকিও খুব ভালো করছে।”
“এটা (সিদ্ধান্ত নেওয়াটা) সবসময়ই কঠিন। দলে গোলরক্ষক খুব বিশেষ একটা পজিশন। (বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে) আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি এটি।”