আল নাস্রে আরও শিরোপার জন্য উন্মুখ পর্তুগিজ মহাতারকা।
Published : 04 Jan 2025, 07:52 PM
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর সৌদি আরবে পাড়ি জমানোর দুই বছর পূর্ণ হয়েছে কদিন আগে। মাস খানেক পর ৪০ বছর পূর্ণ হবে তার। যদিও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সবুজ আঙিনায় এখনও দারুণ দ্যুতিময় তিনি। তবে তৃপ্তির ঢেকুর না তুলে আল নাস্রে আরও সাফল্যের জন্য উন্মুখ পর্তুগিজ মহাতারকা।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ৩০ ডিসেম্বর ফ্রি ট্রান্সফারে আল নাস্রে যোগ দেন রোনালদো। সৌদি প্রো লিগের দলটির হয়ে এখন পর্যন্ত ৮৩ ম্যাচে ৭৪ গোল করেছেন তিনি। সম্প্রতি গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগাল অধিনায়ক।
আগামী ৫ ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা দিতে যাওয়া রোনালদো শুক্রবার সৌদি প্রো লিগের নিজস্ব চ্যানেলে বলেন, দেশটিতে সুখে আছেন তিনি।
“আমি খুশি এবং আমার পরিবার খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন জীবন শুরু করেছি। এখানে জীবন আনন্দের, ফুটবল উপভোগ্য। ব্যক্তিগত ও দলীয়ভাবে আমরা এখনও উন্নতি করছি।”
পেশাদার ক্যারিয়ারে ৯০০ এর বেশি গোল করা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের সফলতম স্কোরার। তার আগমনের পর থেকে সৌদি লিগ সঠিক পথে চলছে বলেই মনে করেন তিনি।
“আমার জন্য সম্মানের বিষয় যে, লিগের মান বাড়ছে এবং লিগটিকে আরও ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে অনেক তারকা খেলোয়াড় আসছে। প্রথম তারকা হিসেবে এখানে আসা আমার জন্য সম্মানের। আগামী পাঁচ থেকে ১০ বছরে লিগ উন্নতি করে যাবে, সেটা দেখতে চাই আমি। শুধুমাত্র মূল দলগুলো নয়, একাডেমিগুলোও।
“শুধু সৌদি (খেলোয়াড়দের) ও লিগের ভবিষ্যতের জন্য নয়, দেশের জন্য এবং অন্যান্য লিগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যও। এটি আমার স্বপ্ন। দেশ এবং লিগকে সেই পর্যায়ে নিয়ে যেতে সহায়তা করার চেষ্টা করব আমি। মানুষ ক্রিস্তিয়ানোকে উদাহরণ হিসেবে দেখে, তা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।”
আল নাস্রের জার্সিতে রোনালদো এখন পর্যন্ত শিরোপা জিতেছেন একটি- ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ। ক্লাবটিতে প্রথম পূর্ণাঙ্গ মৌসুমে গতবার সৌদি প্রো লিগের রেকর্ড ৩৫ গোল করেন তিনি।
“শিরোপা জিতলে সবকিছু সহজ হয়ে যায় এবং এখানে আমার প্রথম বছরে প্রথম ট্রফি জয় ছিল অসাধারণ। তবে আমি আরও চাই। আমি আল নাস্রকে শিরোপা জেতাতে সাহায্য করতে থাকব। আমি বিশ্বাস করি, এই বছর আল নাস্রের জন্য ভালো হবে।”
গত মৌসুমে চ্যাম্পিয়ন আল হিলালের পেছনে থেকে সৌদি প্রো লিগে দ্বিতীয় হয় আল নাস্র। এই মৌসুমে এখন চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে তারা। শিরোপা জয়ের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চান রোনালদো।
“আল হিলাল ও আল ইত্তিহাদের মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। কিন্তু আমরা এখনও পথে আছি, এখনও লড়াই করছি। ফুটবল এমনই; ভালো ও খারাপ মুহূর্ত থাকে। তবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশাদার হওয়া, ক্লাবকে সম্মান করা, চুক্তিকে সম্মান করা এবং বিশ্বাস করা যে, সবকিছুর পরিবর্তন হবে। আল নাস্রের জন্য আরও শিরোপা জয়ের চেষ্টা করতে হবে। (এএফসি) চ্যাম্পিয়ন্স লিগ এমন কিছু, যা এই ক্লাবের হয়ে জিততে চাই আমি।”