পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

পুঁজিবাজারে লাগামহীন দরপতনের প্রতিবাদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2011, 06:11 AM
Updated : 19 Oct 2011, 06:11 AM
চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে লাগামহীন দরপতনের প্রতিবাদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
তাদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
চট্টগ্রামের বিনিয়োগকারীরা ঢাকার মতো ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
বক্তারা বলেন, তিনি (অর্থমন্ত্রী) বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রকার তামাশা শুরু করে তাদের হতাশার সাগরে ছুঁড়ে ফেলেছেন।
তথাকথিত কিছু মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ শেয়ার বিক্রি করে পুঁজিবাজার অস্থিতিশীল করে তুলছেন বলে অভিযোগ করেন তারা।
তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম মিলন, মো. শাহেদ, আবদুর রহিম।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আগ্রাবাদ এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮০৫ ঘ.