কক্সবাজারে জব্দ করা গরুগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
Published : 23 Dec 2023, 10:27 PM
‘রাজস্ব ফাঁকি’ দিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় মিয়ানমার থেকে আনা ২০টি গরু জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে পাচারকারি বলেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
আটকরা হলেন- উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাস্টার আলী পাড়ার মো. ওমর ফারুক (৩০), একই ইউনিয়নের মুসলিম নগর পাড়ার গিয়াস উদ্দিন (৫০) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকার মোশারফ হোসেন (২৬)।
ওসি মোহাম্মদ আলী বলেন, বিকালে গাবতলী বাজার সংলগ্ন মাস্টার আলী পাড়ায় রাস্তার পাশে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা কিছু গরু কেনাবেচার খবর পায় পুলিশ।
পরে পুলিশের একটি দল সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে ছয় থেকে সাতজন ‘পাচারকারি’ পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ২০টি গরু জব্দ করা হয় বলে ওসি জানান।
আটকরা মিয়ানমার থেকে বৈধভাবে গরুগুলো আনার কোনো কাগজপত্র দেখাতে পারেননি; তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ আলী।