বাসে চালের বস্তায় ৩৮ লাখ টাকা, আটক ১

আটক ব্যক্তির দাবি, তিনি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক; প্রতিষ্ঠানটির মালিকের নির্দেশে সিমেন্ট কিনতে এ টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 11:29 AM
Updated : 28 May 2023, 11:29 AM

লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তা থেকে ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। 

রোববার দুপুরে নিয়মিত টহলের অংশ হিসেবে তল্লাশির এক পর্যায়ে এ অর্থ উদ্ধার করা হয় বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম। 

এ ঘটনায় মোমিনুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। 

ওসি জানান, কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি তিস্তা টোল প্লাজায় পৌঁছলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালপত্র রাখার বাক্সে একটি চালের বস্তার ভেতরে ৩৮ লাখ টাকা পাওয়া যায়। এসব টাকা জব্দ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোমিনুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়েছে। 

আটক মোমিনুলের দাবি, তিনি উলিপুর উপজেলা সদরের ‘অন্বেষা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটির মালিকের নির্দেশে সিমেন্ট কিনতে টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। 

তবে চালের বস্তায় এই পরিমাণ অর্থ পরিবহনকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে ওসি বলেন, আটক মোমিনুলকে জিজ্ঞাসাবাদের পর সঠিক তথ্য জানা যাবে।