এ ঘটনায় জিজ্ঞাসাবাদের আটক যুবক ঘটনার সময় কাউন্সিলরের ছেলে সঙ্গেই ছিলো বলে জানিয়েছে পুলিশ।
Published : 06 Oct 2022, 11:40 AM
ময়মনসিংহে এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলেকে ছরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট সংলগ্ন গরুর হাটে এ ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান।
নিহত শান্ত রহমান (১৭) মুক্তাগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পত্তির ছেলে।
এ ঘটনায় আটক যুবকের নাম সাজ্জাত হোসেন শিমুল এবং তার বয়স ২২ বছর বলে জানিয়েছে পুলিশ।
ওসি চাঁদ বলেন, “একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে শুনতে পারছি, এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে কেন এবং কিভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা গেছে জানিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের আটক সাজ্জাত হোসেন শিমুল ঘটনার সময় শান্তর সঙ্গে ছিলো। তার কাছ থেকে মাদক গ্রহণের ইনজেকশন ও চাপাতি উদ্ধার করা হয়েছে।