মামলার হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকে পিটিয়ে জখম

নাটোরের ওই বিএনপি নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2024, 04:02 PM
Updated : 13 March 2024, 04:02 PM

মামলার হাজিরা দিয়ে ফেরার পথে নাটোর জেলা বিএনপির এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের ফুলবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।

আহত ফরহাদ আলী দেওয়ান শাহীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

শাহীন সাংবাদিকদের বলেন, “নাটোর জজ কোর্টে একটি মামলার হাজিরা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি প্রাইভেট কার দিয়ে আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়।”

“পরে প্রাইভেট কার থেকে পাঁচ থেকে ছয়জন নেমে দেশি অস্ত্র ও লাঠি দিয়ে আমাকে পিটিয়ে জখম করে চলে যায়।”

নাটোরের সততা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক আব্দুল আওয়াল রাজা বলেন, “স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাম হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে।”

আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহীনকে পিটিয়ে জখম করেছে বলে দাবি নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর।

অভিযোগ অস্বীকার করে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, “শাহীনকে কে বা কারা পিটিয়েছে তা শুনেছি। এমন ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত নয়। বিএনপি নেতাদের এমন দাবি অযৌক্তিক। তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।”

ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।