গোপালগঞ্জে বাওড়ে গোসলে নেমে শিশুর মৃত্যু

বাড়ির পাশে মধুমতি বাওড়ে বড় ভাইয়ের সঙ্গে গোসল করতে নামে হামজা।

গোপালগঞ্জ প্রতিনিধি
Published : 26 March 2024, 01:53 PM
Updated : 26 March 2024, 01:53 PM

গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলায় বাওড়ে গোসল করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

উপজেলার রাতইল ইউনিয়নের চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু জানান, মঙ্গলবার দুপুরে তার ইউনিয়নের চাপতা গ্রামের মধুমতি বাওড়ে এ ঘটনা ঘটে।

মৃত আট বছর বয়সী আমির হামজা ওই গ্রামের হেলাল শেখের ছেলে।

ইউপি চেয়ারম্যান বলেন, বাড়ির পাশে মধুমতি বাওড়ে বড় ভাই সপ্তম শ্রেণীর ছাত্র আমির হামজালার সঙ্গে বাওড়ে গোসল করতে নামে হামজা। এক পর্যায়ে হামজাকে দেখতে না পেয়ে তার বড় ভাই চিৎকার ও কান্নাকাটি করতে থাকে।

“পরে স্থানীয় কয়েকজন মিলে নদীতে নেমে হামজাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”।