অগ্নিকাণ্ডে ভবনটির একটি দরজা পুরোপুরি ও আরেকটি দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
Published : 06 Jan 2024, 10:52 AM
টাঙ্গাইলের একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে; নাশকতার জন্যই বিদ্যালয়টির একটি পরিত্যক্ত ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে ধারণা পুলিশের।
শনিবার সকাল ৬টায় টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
অগ্নিকাণ্ডে ভবনটির একটি দরজা পুরোপুরি ও আরেকটি দরজা আংশিক পুড়ে গেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান।
তিনি জানান, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর দিলে এসে তারা দেখতে পান বিদ্যালয়ের পরিত্যক্ত ওই ভবনের দুটি দরজায় অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
প্রধান শিক্ষক নাজমুল আরও জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি।
ওসি লোকমান জানান, সকালে স্কুলটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।