খাদে পড়া অ্যাম্বুলেন্স উদ্ধারে গিয়ে মিলল ৩৩ কেজি গাঁজা

এলাকাবাসীর কাছে খবর পেয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধারে যায় হাইওয়ে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2024, 03:19 PM
Updated : 4 March 2024, 03:19 PM

নাটোরের সিংড়া উপজেলায় দুর্ঘটনা কবলিত একটি অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে তার ভেতর থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ২টার দিকে উপজেলার চৌগ্রাম এলাকার নাটোর-বগুড়া মহাসড়ক থেকে মাদকগুলো উদ্ধার করা হয় বলে ঝলমলিয়া হাইওয়ে থানার মো. সাজেদুর রহমান জানান।

সাজিদুর বলেন, একটি অ্যাম্বুলেন্স মহাসড়কের পাশে খাদে পড়ে রয়েছে, এলাকাবাসীর কাছে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেটি উদ্ধার করতে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিপুল পরিমাণ মাদক দেখতে পান তারা।

“পরে বিকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে আম্বুলেন্সের ভেতর থেকে ৩৬০ বোতল ফেন্সিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”

অ্যাম্বুলেন্সের চালক ও মাদক বহনকারীদের আটকের চেষ্টা এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।