যশোরে বিএনপি নেতার বাসায় হাতবোমা হামলার অভিযোগ

বিস্ফোরণের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 06:49 PM
Updated : 18 Nov 2023, 06:49 PM

বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যশোরের বাসায় হাতবোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ঘোপ পিলু খান সড়কের ওই বাসায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ ব্যাপারে সেখানে থাকা সাংবাদিকদের কিছু বলেননি জেলা পুলিশের এই মুখপাত্র।

পরে রাতে কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে কোতোয়ালি থানার গেলে ওসি আব্দুর রাজ্জাক বলেন, “আমি ঘটনাটি জানি না। এখন তো কালী পূজার জন্য অনেকেই পটকা-বাজি ফুটাচ্ছে। তারপরও আপনারা যেহেতু বিষয়টি জানিয়েছেন, আমি অফিসারকে ঘটনাস্থলে পাঠাচ্ছি।”

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের দাবি, “হামলাকারীরা একের পর এক বোমা হামলা করেছে। পাশের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভিতরে বোমা বিস্ফোরিত হয়।

“বোমার আঘাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। গভীর রাতে এ ধরনের হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।”

ঘটনার দুই থেকে তিন মিনিট আগেই তিনি শহর থেকে বাসায় ঢুকেছেন বলে জানান সুমিত।