সিরাজগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2023, 08:09 AM
Updated : 22 Nov 2023, 08:09 AM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা

মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার ঝাঐল বাজারের উত্তর পাশের একটি বেতের ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানান।

নিহত ২৪ বছরের মানিক হোসেন পাশের সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ওসি রেজাউল বলেন, মঙ্গলবার দুপুরে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর মানিক রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পাননি।

বুধবার সকালে ঝাঐল বাজারের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, মানিকের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।