বাদীপক্ষের আইনজীবী জানান, বৃহস্পতিবার আদালতে সোহেলের পক্ষে জামিন আবেদন করা হবে।
Published : 07 Feb 2024, 08:00 PM
কিশোরগঞ্জে দুইটি মামলার আসামি জেলা বিএনপির এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কিশোরগঞ্জ মডেল থানার এসআই আল-আমিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের গাইটাল এলাকার ফার্মের মোড় এলাকা থেকে তাকে আটক করে ডিবি।
কারাগারে যাওয়া খালেদ সাইফুল্লাহ সোহেল জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক।
মামলার বরাতে এসআই আল-আমিন বলেন, গত বছরের ২০ জুলাই জেলা শহরের রথখলা এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশের উপর হামলা ও ২৯ অক্টোবর বিএনপি ঘোষিত হরতাল কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সোহেলের আইনজীবী জালাল উদ্দিন বলেন, “মামলা দুটির এজাহারে উল্লিখিত আসামিদের তালিকায় সোহেলের নাম ছিল না এবং তার নামে কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল না। অজ্ঞাত সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।“
তিনি বলেন, দুপুরে আদালতে মামলার নথি উপস্থাপন করা হলে বিচারক বৃহস্পতিবার শুনানির জন্য তারিখ ঠিক করে সোহেলকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
বৃহস্পতিবার আদালতে সোহেলের পক্ষে জামিন আবেদন করা হবে বলে জানান এই আইনজীবী।