আইনজীবী জানান, আটটি নাশকতার মামলায় আদালতে জামিন আবেদন করেন বিএনপির ৫০ জন নেতাকর্মী।
Published : 28 Mar 2024, 05:48 PM
চুয়াডাঙ্গায় পৃথক আটটি নাশকতার মামলায় বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আবেদন করলে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ জিয়া হায়দার ৪৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বেলাল হোসেন জানান।
তিনি বলেন, জেলার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার আটটি নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ৫০ জন নেতাকর্মী।
“পরে আসামি পক্ষের বক্তব্য শুনে তিনজনের জামিন মঞ্জুর করে বাকি ৪৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক জিয়া হায়দার। এরপর তিনি আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
পিপি বলেন, ২০২৩ সালে জেলার বিভিন্ন থানা নানা এলাকায় নাশকতার ঘটনায় জড়িত ছিলেন ওই বিএনপির নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে একাধিক মামলায় দায়ের করা হয় জেলার বিভিন্ন থানায়।