টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানজট

রাতে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় উল্টে যাওয়া একটি পিকআপ ভ্যান সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2023, 03:38 AM
Updated : 10 June 2023, 03:38 AM

অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন গন্তব্যে যাওয়া মানুষ।

শনিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান।

ওসি জাহিদ হাসান বলেন, শুক্রবার রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। সে সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।  

এ ছাড়াও ভোর থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, “আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।”