গাইবান্ধায় মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি, মামলা

অ্যাম্বুলেন্সে বাবার লাশ পাঠিয়ে মাইক্রোবাসে স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন শারমিন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 07:16 AM
Updated : 1 March 2023, 07:16 AM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি হয়েছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধাপেরহাট বন্দরের একবারপুর এলাকায় এই ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায়।

ওসি প্রদীপ জানান, মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী শারমিন নাহার বাদি হয়ে মামলাটি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমিনের বাবা মারা যান। বিকালেই অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আতিরেরপাড়া গ্রামে পাঠানো হয়। পরে ঢাকার বাসা থেকে একটি মাইক্রোবাসে শারমিনসহ আরও ৯-১০ জন স্বজন গ্রামের বাড়িতে রওনা দেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি মহাসড়কের একবারপুর এলাকায় পৌঁছালে ৭-৮ জনের একটি ডাকাতদল সড়কের ওপর দুটি গাছ ফেলে মাইক্রোবাসটি থামিয়ে দেয়।

এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে সবার কাছে থাকা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করেছেন শারমীন।

ওসি প্রদীপ কুমার রায় আরও জানান, ডাকাতিতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।