মালিকরা নিতে না আসায় ৫-১০ বছর ধরে থানা চত্বরে এগুলো পড়ে রয়েছে।
বরিশালে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরউলালঘুনী এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল নৌ-থানার ওসি হাসনাত জামান জানিয়েছেন।
নিখোঁজ মো. অনিক হাওলাদার (১৪) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে। অনিক মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
অনিকের বাবা বাবুল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরও তিন কিশোরের সঙ্গে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায় অনিক। তারা সাঁতরে তীর থেকে নদীর মাঝে যায়। এক পর্যায়ে স্রোতের তীব্রতায় অনিকসহ দুই জন ভেসে যেতে থাকলে স্থানীয় জেলেরা একজনকে উদ্ধার করেন। কিন্তু অনিক ভেসে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার সন্ধানে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।