জয়পুরহাটে ‘কিশোর গ্যাংয়ের’ ৪ সদস্য কারাগারে

তাদের বয়স ১৪ থেকে ১৮ বছর বলে জানায় র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2023, 06:24 PM
Updated : 11 Jan 2023, 06:24 PM

জয়পুরহাটে ‘কিশোর গ্যাংয়ের’ চার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার তাদের জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়; পরে আদালতের নির্দেশে বিকালে তাদের কারাগারে পাঠানো হয় বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান জানান।

এর আগে মঙ্গলবার রাতে পৌর শহরের নতুনহাট থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।

আটকদের বয়স ১৪ থেকে ১৮ বছর বলে জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান।

তিনি বলেন, গ্রেপ্তার ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যরা ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকাণ্ড করে আসছিল; তারা ‘কিশোর সন্ত্রাসী’ হিসেবে পরিচিত।

“গেল রাতে তারা জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় এক পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেনসিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো টিপ-চাকু, ফেনসিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।”

বুধবার দুপুরে তাদের জয়পুরহাট হস্তান্তর করা হয় বলে জানান মেজর মোস্তফা।