লালমনিরহাটে পাথরবাহী ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলেন ফরিদুল।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2024, 03:53 AM
Updated : 26 Feb 2024, 03:53 AM

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাথরবাহী একটি ট্রাক ধাক্কা দিলে আলুবাহী ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। 

রোববার রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে আদিতমারী থানার ওসি মাহমুদুন্নবী। 

নিহত ট্রলি চালক ফরিদুল ইসলাম (৩০) হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার বাসিন্দা। 

ওসি জানান, রাত ১১টার দিকে আলু বোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের একটি কোল্ড স্টোরেজে যাচ্ছিলেন ফরিদুল। পথে সাপ্টিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়। 

পরে ট্রলিটি উল্টে গেলে চালক ফরিদুল ঘটনাস্থলেই মারা যান। এসময় ওই ট্রলিতে থাকা হেল্পারও গুরুতর আহত হয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সাপ্টিবাড়ি বাজার এলাকায় ট্রলিকে ধাক্কা দেওয়া ট্রাকটি কৌশলে পালিয়ে গেছে।