বন-বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্কুলে শিক্ষার্থীদের নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাটিরাঙার প্রত্যন্ত গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন ৩০ শিক্ষার্থী।
ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অফিসের আউটরিচ, এক্সটেনশন এবং কন্টিনিউয়িং এডুকেশন, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং গ্রীন প্ল্যানেট ক্লাব এই কর্মশালার আয়োজন করে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ সিনিয়র প্রভাষক ইকতেখারুল ইসলাম বলেন, “স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বন ও বন্যপ্রাণী বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মশালা। লোকাল ইকোসিস্টেম কীভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে কর্মশালায় শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছে।”
এ ছাড়া প্রকৃতি ও পরিবেশ রক্ষার গুরত্ব শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় বলে জানান এই শিক্ষক।
পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহফুজ আহমেদ রাসেলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন ও গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা।