অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
Published : 14 Feb 2024, 09:52 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কানসাট ইউনিয়নের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহাম্মদ।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিকবাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেসা বেগম (৭০) এবং একই উপজেলার সেলিনাবাদ গ্রামের ধীরেনের ছেলে ততন হরিদাস (৩৫)।
ওসি জোবায়ের জানান, পুসকুনি এলাকায় কানসাটের দিকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]