টাঙ্গাইলে প্রতিবেশী নারীকে মারধর, ইউপি চেয়ারম্যানসহ যুবক কারাগারে

মামলার এজাহারে আরও বলা হয়, সম্প্রতি ‘তুচ্ছ ঘটনায়’ ইউপি চেয়ারম্যানের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে ও একই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়া ওই নারীর মেয়ের মধ্যে ঝগড়া হয়।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2024, 12:41 PM
Updated : 21 March 2024, 12:41 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রতিবেশী নারীকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যানসহ এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর-নাগরপুর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন জৈ্যষ্ঠ বিচারিক হাকিম নওরীন করিম আসামিদের জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠান।

আসামিরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা ও তার প্রতিবেশী রুবেল মিয়া। 

মামলার নথির বরাত দিয়ে ওই আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহম্মেদ বলেন, সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন ওই নারী। একই এলাকায় বসবাস করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাও। দুজনের মেয়েই স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

মামলার এজাহারে আরও বলা হয়, সম্প্রতি ‘তুচ্ছ ঘটনায়’ চেয়ারম্যান মুক্তার মেয়ে ও ওই নারীর মেয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরে মুক্তার স্ত্রী বিদ্যালয়ে গিয়ে ওই নারীর মেয়েকে গালমন্দ করেন। এর বিচার চাইতে গেলে গত ২ মার্চ বিকালে আসামি রুবেল ও ইউপি চেয়ারম্যান মুক্তার মারধরের শিকার হন বলে এ ঘটনায় ১০ মার্চ করা মামলায় উল্লেখ করেন ওই নারী।