দিনাজপুর-৩ আসনের এ প্রার্থীর বিরুদ্ধে বিজয় শোভাযাত্রার টি-শার্টে তার ছবি ও দলীয় প্রতীক ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।
Published : 23 Dec 2023, 08:31 PM
দিনাজপুর-৩ আসনের নৌকার প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে।
শনিবার বিকালে দিনাজপুর-৩ (সদর) আসনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাদেকীন হাবীব বাপ্পীর কাছে সশরীরে হাজির হয়ে অভিযোগ স্বীকার করে তিনি লিখিত জবাব দিয়েছেন।
কার্যালয় থেকে বের হয়ে ইকবালুর রহিম সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ছাপানো এবং ১৯ ডিসেম্বর বিজয় শোভাযাত্রার টি-শার্টে প্রার্থীর ছবি ও দলীয় প্রতীক ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।
যা তার অজান্তে হয়েছে বলে অনুসন্ধান কমিটির কাছে দেওয়া ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন।
এর আগে বুধবার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের স্বাক্ষরিত চিঠিতে আওয়ামী লীগের এ প্রার্থীকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়।
নোটিশে ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় এ সংসদ সদস্যকে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছিল।