কুমিল্লায় অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেল বাবা-ছেলের

রেল ক্রসিংটি অনুমোদনহীন হওয়ায় সেখানে কোনো গেইট ও গেইটম্যান ছিল না বলে জানান ওসি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 03:40 PM
Updated : 3 June 2023, 03:40 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক ব্যক্তি ও তার কিশোর ছেলে নিহত হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার জেলখানাবাড়ি এলাকায় একটি রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান।

নিহতরা হলেন- কুমিল্লা সদরের বাতাইছড়ি পাকা মুড়া এলাকার আব্দুল লতিফের ছেলে সোহাগ মিয়া (৩৫) এবং তার ছেলে মোহাম্মদ সোহেল (১২)।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, “শনিবার বিকালে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা ওই এলাকা অতিক্রম করছিল। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা অরক্ষিত ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

ওসি তিনি আরও বলেন, “ঘটনার সময় অটোরিকশার চালক লাফ দিয়ে প্রাণে বাঁচেন।”

রেল ক্রসিংটি অনুমোদনহীন হওয়ায় সেখানে কোনো গেইট ও গেইটম্যান ছিল না বলেও জানান ওসি জসিম উদ্দিন।