নিখোঁজের একদিন পর স্বেচ্ছাসেবক দলের নেতার লাশ উদ্ধার

পুলিশ জানায়, ফেরদৌস লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 09:30 AM
Updated : 11 March 2024, 09:30 AM

লালমনিরহাটের সদর উপজেলায় নিখোঁজের একদিন পর রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান সদর থানার ওসি ওমর ফারুক জানান।

নিহত ফেরদৌস আলম (৩৫) উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার কালমাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

সদর থানার ওসি ওমর ফারুক বলেন, নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও থানায় কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহতের বড় ভাই আব্দুর রশিদ বলেন, রোববার দুপুরে উপজেলার বড়বাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য ফেরদৌস বাড়ি থেকে বের হয়।

“এরপর লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় মোটরসাইকেলটি রেখে সে নিখোঁজ হয়। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।”

জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুল ইসলাম প্রামাণিক বলেন, “পরিকল্পিতভাবে ফেরদৌসকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।”

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ শনাক্তের পর থেকেই তার মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।