বরিশালে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শিশু দুটির বাবা বাড়ি থেকে বের হয়ে খালের পানিতে এক মেয়েকে ভাসতে দেখেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2022, 02:08 PM
Updated : 19 Sept 2022, 02:08 PM

বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বরজালিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির সদস্য মো. ঝন্টু জানান।

নিহত নুরজাহান (৬) ও নুরুন্নাহার (৪) ওই গ্রামের মো. আলী রাঢ়ীর মেয়ে।

ইউপি সদস্য ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শিশু কন্যার বাবা খেয়া নৌকার মাঝি। দুপুরে তিনি দুই মেয়েকে খালপাড়ে খেলতে দেখে ঘরে এসে শুয়ে পড়েন। বেলা সাড়ে ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে খালের পানিতে এক মেয়েকে ভাসতে দেখেন।

“খালে নেমে মেয়েকে উদ্ধারে নেমে পায়ে অন্য মেয়ের স্পর্শ পান ঝন্টু। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দুটোকে মৃত ঘোষণা করেন।”

হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”