টেকনাফে ক্ষেত থেকে কৃষককে অপহরণের অভিযোগ

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের দাবিতে কৃষক ছৈয়দকে অপহরণ করা হয়েছে।”

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 11:13 AM
Updated : 19 March 2023, 11:13 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ক্ষেতে কাজ করার সময় মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এক কৃষককে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। 

রোববার সকাল ১০টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, সকালে নিজের ক্ষেতে কাজ করতে যান কৃষক মোহাম্মদ ছৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরিহিত একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়।

“এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের দাবিতে কৃষক ছৈয়দকে অপহরণ করা হয়েছে।”

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, সকালে জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।