কক্সবাজারে হাতির আক্রমণে আহত হয়েছেন আরও এক কৃষক।
Published : 26 Mar 2024, 08:52 PM
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে এক কৃষকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন।
মৃত বেলাল উদ্দিন (৫৫) হারবাং ইউনিয়নের ভাণ্ডারীর ডেপা এলাকার জহর মল্লুক ফকিরের ছেলে। আহত কৃষকের নাম কামাল হোসেন (৪৫)।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বলেন, দুপুরে পাহাড়ি এলাকা সংলগ্ন নিজ ধান ক্ষেতে বেলাল উদ্দিন আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় দলছুট একটি হাতি অতর্কিতভাবে তার ওপর আক্রমণ করে।
হাতিটি বেলালকে শুড় দিয়ে চেপে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইভাবে হাতিটি কামাল হোসেনকেও আক্রমণ করলে তিনি কৌশলে রক্ষা পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
খবর পেয়ে স্বজনরা বেলালের মরদেহ বাড়িতে নিয়ে যান বলে জানান ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন।