‘চায়না ম্যাজিক’ জাল বিক্রি, গোপালগঞ্জের ব্যবসায়ীর জেল

অভিযানে ৬ লাখ টাকার চায়না ম্যাজিক জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 05:35 AM
Updated : 10 August 2022, 05:35 AM

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরার নিষিদ্ধ ‘চায়না ম্যাজিক’ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলার ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে ৬ লাখ টাকার জালও জব্দ করা হয় বলে কোটালীপাড়ার উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান জানান।

দণ্ডপ্রাপ্ত বাবুল খানের (৪৫) বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামে। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা আনিসুর বলেন, দীর্ঘদিন ধরে বাবুল নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে তার দোকানে অভিযান চালিয়ে জাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ।

জালগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ফেলা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।