স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখনে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Published : 08 Oct 2022, 11:40 AM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক নারীকে তার মেয়ের জামাই ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন জানান।
নিহত নারীর নাম রহিমা বেগম। তার বয়স ৫৫ বছর।
ওসি বলেন, রাতে রহিমা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এ সময় তার মেয়ের জামাই ইউনুস মোল্লা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তখন রহিমার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ইউনুস পালিয়ে যায়।
“পরে রহিমাকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।