সোনামসজিদ দিয়ে ফের যাত্রী চলাচল শুরু তিন বছর পর

দুপুরে ফিতা কেটে এই কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 12:59 PM
Updated : 16 March 2023, 12:59 PM

করোনাভাইরাস মহামারীর সময় থেকে তিন বছর বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ফের যাত্রী চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে যাত্রী চলাচল শুরু হয় বলে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের এসআই জাফর ইকবাল জানান। 

জাফর ইকবাল সাংবাদিকদের জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর সাড়ে ১২টায় সোনামসজিদ জিরো পয়েন্টে ফিতা কেটে এই ইমিগ্রেশন চেকপোস্টে কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এ সময় অনান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন উপস্থিত ছিলেন। 

পরে  চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বে ২৫ জন ব্যবসায়ী ভারত যান।