মাইক্রোবাসে আগুন: ‘চিৎকার করতে করতে পুড়ে মরলেন’ ফাতেমা

পরিবারের সাত সদস্য গাড়ি থেকে বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 05:30 PM
Updated : 6 August 2022, 05:30 PM

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাসে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকাল ১১টার দিকে তিনি মারা যান বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান।

নিহত ফাতেমা বেগম (২৭) পরিবারের সঙ্গে গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ফরিদপুর জেলায় তার পৈতৃক বাড়ি।

এসআই মজুমদার স্থানীয়দের বরাতে বলেন, কয়েক দিন আগে ফাতেমার ভাই বিয়ে করেন। নোয়াখালী তার শ্বশুরবাড়ি। টঙ্গী থেকে পরিবারের আট সদস্য সেখানে যাচ্ছিলেন।

“পথে চাকা ফেটে উল্টে পড়ে তাদের মাইক্রোবাস। এতে গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালক ও পরিবারের সাত সদস্য বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। জ্বলন্ত গাড়িতে পরিবারের সামনেই পুড়ে মারা যান ফাতেমা। তিনি চিৎকার করছিলেন, কিন্তু কারও কিছু করার ছিল না।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে মারা যান ফাতেমা।

গাড়ি থেকে তড়িঘড়ি বের হওয়ার সময় একজন সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এসআই মজুমদার বলেন, মাইক্রোবাসটি পুলিশের কাছে রয়েছে। লাশ নিয়ে গেছে পরিবার। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।