সিলেটে সংস্কৃতি কর্মীদের ওপর হামলা: ‘স্বেচ্ছাসেবক দলের কর্মী’ গ্রেপ্তার

হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার নগরীতে মৌন মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন সিলেটের সর্বস্তরের সংস্কৃতি কর্মীরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 03:15 AM
Updated : 2 March 2024, 03:15 AM

সিলেট নগরীর সারদাস্মৃতি ভবনে সংস্কৃতি কর্মীদের ওপর হামলার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম টিল্লাপাড়া থেকে ‘স্বেচ্ছাসেবক দলের কর্মী’ মো. হারুন মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

সংস্কৃতি কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার বিকালে বিএনপির রোড মার্চ ও সমাবেশে যোগ দিতে আসা কয়েক নেতাকর্মী নগরীর কিনব্রিজ সংলগ্ন সারদা হলে হামলা চালায়; এতে অন্তত ১০ জন আহত হন।

পরদিন শুক্রবার ৫০-৬০ জনকে আসামি করে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত মামলা করেন।

হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার নগরীতে মৌন মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন সিলেটের সর্বস্তরের সংস্কৃতি কর্মীরা। সেখান থেকে তারা মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

মামলার বাদী বলেন, “সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিকে শনাক্ত করেছে বলে জানতে পেরেছি। হামলার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]