তিন জেলার সড়কে ৩ জনের মৃত্যু

বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2023, 10:29 AM
Updated : 3 May 2023, 10:29 AM

চুয়াডাঙ্গা, হবিগঞ্জ ও ঝিনাইদহের সড়কে আলাদা সময়ে তিনজন নিহত হয়েছেন। 

বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা জানিয়েছেন, মাটি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মীর মৃত্যু হয়েছে। 

উপজেলার সেনেরহুদা গ্রামে বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজমা খাতুন (৩৫)। এসময় আহত হয়েছেন আন্দুলবাড়িয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা অনাদি চরণ (৩২)।

ওসি বলেন, “সংস্থাটির দুই কর্মী মোটরসাইকেলে সেনেরহুদা যাওয়ার পথে জিরো পয়েন্টে একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান নাজমা। পরে আহত অনাদি চরণকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।” 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়। 

শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কাঠালতলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা হাজী কালা মিয়া (৬০)। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক বলে জানান ওসি। 

প্রায় একই সময়ে ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, উপজেলার ব্রহ্মপুর গ্রামের মাস্টার মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম রুমা বেগম (৩৫)। এ সময় আহত হয়েছেন রুমার কুয়েত প্রবাসী স্বামী রবি খাঁ এবং তাদের তিন বছর বয়সী সন্তান রাহি খাতুন। 

আহত রবি ও রাহিকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি। সেখানে রবির শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। 

ওসি আরও জানান অভিযুক্ত ট্রাকটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।