পাবনায় করিমন চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

কোচিং শেষে সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা করিমনের চাকা ফেটে উল্টে রিমিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 02:38 PM
Updated : 11 March 2024, 02:38 PM

পাবনার চাটমোহর উপজেলায় করিমনের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তার সহপাঠীরা।

সোমবার দুপুরে চাটমোহর-পাবনা সড়কের অমৃতকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চাটমোহর থানার ওসি সেলিম রেজা।

নিহত রিমি খাতুন (১৪) ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও উপজেলার সেন্ট রিটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কোচিং শেষে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল রিমি। পথে বিপরীত দিক থেকে আসা দুধের ক্যান বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত (করিমন) গাড়ির চাকা ফেটে উল্টে রিমিকে চাপা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিহতের খবর পেয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সেন্ট রিটার্স হাই স্কুলের শিক্ষার্থীরা। এতে পাবনা-চাটমোহর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহতের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে জানান পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর-সার্কেল) হাবিবুল ইসলাম।

ওসি সেলিম রেজা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপর করিমন চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।