রাজশাহীতে পেট্রোলবোমায় পুড়ল আরেক বাস

এর আগে বিকালে গোদাগাড়ী উপজেলার উদপুরে পেট্রোলবোমা ছুড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি
Published : 19 Nov 2023, 06:08 PM
Updated : 19 Nov 2023, 06:08 PM

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেট্রোলবোমায় পুড়ল আরেকটি বাস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।   

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান। 

পুলিশ জানায়, একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের নিয়ে রিজার্ভ ভাড়ায় বাসটি নাটোর থেকে বাগমারা উপজেলার তাহেরপুর যায়। সেখানে শ্রমিকদের নামিয়ে দিয়ে নাটোর ফিরছিল। 

পথে ধোপাপাড়া ফিড মিলের পাশে চলন্ত বাসে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসে আগুন লেগে যায়। 

Also Read: রাজশাহীতে পেট্রোলবোমার আগুনে পুড়ল বাস, আটক ১

এ সময় আগুন দেখে বাস থামিয়ে দ্রুত নেমে যান চালক ও তার সহযোগী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাসটি প্রায় অর্ধেক পুড়ে যায়। 

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, “৮-১০ জন হরতাল সমর্থক গিয়ে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে বাস মালিক মামলা করবেন।” 

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুরে পেট্রোল বোমা ছুড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে।