হরতালের শুরুতে নাটোরে পেট্রোল ঢেলে বাসে আগুন

স্থানীয়দের বরাতে ওসি জানান, কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 05:09 AM
Updated : 19 Nov 2023, 05:09 AM

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শুরুতে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

রোববার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে থাকা গাড়িটিতে আগুন দেওয়া হয় বলে নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘মুক্তি সোনা’ নামে যাত্রীবাহী বাসটি ভবানীগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে রাখা ছিল। ভোরে কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন এসে ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে  তার আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

ওসি নাছিম বলেন, দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

পাঁচ দফা অবরোধের পর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে রোববার সকালে।

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।