ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ, জয়পুরহাটে গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই যুবক খেলনা পিস্তল বের করে এক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেন বলে পুলিশের ভাষ্য।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 01:55 PM
Updated : 9 May 2023, 01:55 PM

জয়পুরহাট সদরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পৌরসভার বুলুপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি সিরাজুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার গণেশপুর গ্রামের সাহাদুলের ছেলে শাহিন আলম (২৪) এবং জয়পুরহাট সদরের বিশ্বাস পাড়ার ইয়াকুব আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম বলেন, “ওই দুই যুবক নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে বুলুপাড়া এলাকার আজাহার আলীকে মাদক বিক্রেতা বলে হুমকি দেন।

“এ সময় তারা খেলনা পিস্তল বের করে আজহারকে ভয় দেখিয়ে তিন হাজার টাকা হাতিয়ে নেন।”

তিনি বলেন, “তাদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ গিয়ে খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ তাদের প্রেপ্তার করে।”

পুলিশের তালিকায় মাদক ব্যবসায়ী হিসেবে আজাহার আলীর নাম নেই বলে জানিয়েছেন ওসি।

মামলা দিয়ে দুপুরে আদালেতের মাধ্যমে তাদের জেলহাজাতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।