বঙ্গবন্ধুর সমাধিতে ১১৪ দেশের ২০০ চিত্রশিল্পীর শ্রদ্ধা

১৯ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে এসব বিদেশী চিত্রশিল্পীরা বংলাদেশে এসেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2022, 09:35 AM
Updated : 11 Dec 2022, 09:35 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১১৪টি দেশের ২০০ চিত্রশিল্পী শ্রদ্ধা নিবেদন করেছেন।

১৯ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশী চিত্রশিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী রোববার দুপুরে টুঙ্গিপাড়ায় যান।

সেখানে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ১৫ অগাস্ট ও মুক্তিযুদ্ধে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন তারা।

১১৪ দেশের ২০০ জন চিত্রশিল্পী পৃথকভাবেও বঙ্গবন্ধু সমাধিতে রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ কে এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।